শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ার অসহায় শাহজাহান দক্ষিণ ধুরুং ইউনিয়নের পূর্ব আলী ফকির ডেইল এলাকার বাসিন্দা। নগদে টাকা পাঠানোর সময় ভুলক্রমে অন্য একটি নম্বরে ট্রান্সফার করে ফেলে। ঐ নাম্বারে কল দিলে নাম্বারটি বন্ধ পায়। সেই টাকা এনে দিয়েছে থানার পুলিশ।
প্রকৃত বন্ধুর পরিচয় তখনই পাওয়া যায় যখন বিপদে-আপদে, সুখে-দুঃখে কাছে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ‘পুলিশ জনগণের বন্ধু’! আজ তাঁরাই প্রমাণ করলেন কুতুবদিয়া থানার পুলিশ।
পুলিশ এবং শাহজাহান জানান, নগদে ৮ হাজার টাকা দেওয়ার সময় সঠিক নম্বরের স্থলে ভুল করে অন্য নম্বরে পাঠিয়ে দেন। পরে ওই নম্বরে যোগাযোগ করা হলে ওই নাম্বারটি বন্ধ পায় । বিষয়টি কুতুবদিয়া থানায় অবগত করলে অফিসার ইনচার্জ, ওমর হায়দারের নির্দেশক্রমে এসআই (নিঃ) জিয়া উদ্দিন টাকা উদ্ধার করে এবং ওসি তদন্ত আমিন কাদের খাঁনের উপস্থিতে ভুক্তভোগী শাহজাহানকে বুঝিয়ে দেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান , আমাদের অবগত করার পর ওই নম্বরের তথ্য অনুসারে টাকা উদ্ধারে সক্ষম হই। টাকাগুলো নুর মোহাম্মদ পুত্র শাহজাহানকে বুঝিয়ে দেওয়া হয়েছে।