প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর থানার অন্তর্গত পিএম খালী ইউনিয়নের কাঁঠালিয়া মুরায় পিএম খালী ইয়াসিদ টিমের সহযোগিতায় শিশুদের অধিকার রক্ষা ও শিশুদের শিক্ষা বিস্তারের লক্ষে কাঠালিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত কর্মসূচিতে শিশুদের শিক্ষা বিস্তার ও ইয়ুথ উন্নয়ন নিয়ে প্রধান অতিথি হিসাবে মুল্যবান অলোচনা করেন পিএম খালি ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নূরুল নাজিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এম খালী ইউনিয়ন পরিষদের এম ইউপি মোঃ আরিফ উল্লাহ (প্যানেল চেয়ারম্যান -১) । তিনি বলেন ইয়ুথরা এগিয়ে আসলে শিক্ষা বিস্তার, মাদকমুক্ত ইউনিয়ন গঠনসহ পি এম খালী সুন্দর একটি ইউনিয়ন হবে।
উক্ত অনুষ্ঠানে ইয়াসিদের বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন উক্ত সংগঠনের নির্বাহী পরিচালক কাইসার হামিদ।
অনুষ্ঠানে শিশুর অধিকার ও শিক্ষা বিস্তার নিয়ে মূল্যবান কথা বলেন উক্ত স্কুলের সহকারি শিক্ষক মাষ্টার সোহেল আহমদ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও বিশেষ ব্যক্তিবর্গ শিশু অধিকার নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএম খালী ইয়াসিদ টিমের সদস্য রহিম উল্লাহ,আরফাত, সাদেক উল্লাহ, রিসনাত,রুবেল,হাবিব,সাজ্জাদ,মুরশেদসহ অনেকে।