বলরাম দশ অনুপম: ঈদগাঁও উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকালে ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দিরে অনুষ্ঠিত এক জরুরি সভায় সুমন কান্তি দে’কে সভাপতি, অজয় অার্চায্য বিন্ডুকে সাধারণ সম্পাদক ও ঝুন্টু দে’কে অর্থ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের স্থায়ী কমিটির আহবায়ক মাষ্টার সমির রুদ্রের সভাপতিত্বে ও ঈদগাঁও উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রতের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভার শুরুতেই গীতা পাঠ করেন সুকেল দে। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-লিটন কান্তি দে, মাস্টার রতন দে, মাষ্টার রাজন আচার্য, দয়াল কান্তি দে, সুমন কান্তি দে, ঝুন্ট দে , বিন্ডু আচার্য, টিটু দে , মিঠুন আচার্য, আশিষ দে, সন্তোষ দে, মাষ্টার মিটন দে প্রমুখ।