বার্তা পরিবেশক:
মহেশখালী উপজেলার কালারমারছড়ায় পূর্ব শত্রুতার জের মোঃ শহীদুল্লাহ নামের এক ব্যক্তির উপর হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৯ জুন) সকাল সাড়ে ৯টা ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার শহীদুল্লাহ ওই এলাকার আবুল হাশেমের পুত্র। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শহীদুল্লাহ ও তার এক ভাইয়ের মাঝে চক্রান্ত করে ঝগড়া লাগিয়ে দিয়েছিলো স্থানীয় মৃত ইয়াকুব আলীর পুত্র মোঃ আলী। এর প্রতিবাদ করায় তখন থেকে শহীদুল্লাহর উপর ক্ষুব্ধ ছিলো মোঃ আলী। এর জের ধরে বিভিন্ন সময় শহীদুল্লাহর ক্ষতি করার চেষ্টা করেছে মোঃ আলী। এর অংশ হিসেবে রোববার (১৯জুন) রাত সাড়ে ৯টার দিকে মোঃ আলীর বাড়ির পাশে থাকা ভাতিজা নাজিম উদ্দীনের বাড়িতে পাওনা টাকা আনতে যান মোঃ শহীদুল্লাহ। টাকা নিয়ে আসার পথে পিছন থেকে অতর্কিত তার উপর হামলা করে মোঃ আলী, তার স্ত্রী, ছেলে হাসান ও তারেক। তারা দা দিয়ে শহীদুল্লাহর মাথায় কোপ দেয়। লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম প্রহার করে। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শহীদুল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তার মাথায় কোপ ও শরীরের কয়েকটি আঘাত বেশ আশঙ্কাজনক হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
হামলা করে মোঃ শহীদুল্লাহর কাছে থাকা ৩০হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অভিযোগ করেছেন তিনি।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মোঃ শহীদুল্লাহর স্বজনেরা।
কালামারছড়ায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির উপর হামলা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
