বলরাম দাশ অনুপম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) মোঃ নাসিম অাহমেদ বলেন, স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেন্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যােগগুলোর বহুল প্রচারে করণীয় নির্ধারন বিষয়ে সুপারিশ প্রণয়নই কর্মশালার উদ্দেশ্য। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, সদর উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার।