বলরাম দাশ অনুপম:
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ শাকিল আহমেদ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) আবু তাহের ফারুকী, সহকারী পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) খন্দকার গোলাম শাহনেওয়াজসহ নয়টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মার্চ মাসের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ইউনিটের ভিন্ন ভিন্ন ক্যাটেগরিতে সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।